Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) – Shreya Ghoshal, Sandipan Roy Lyrics
Amar Ekla Akash Song Details:
Amar Ekla Akash Mp3Song Downlaod
=============================
Amar Ekla Akash Lyrics in Bengali – Shreya Ghoshal
“””””””””””””””
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে
আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর
আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে
অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছে, বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
Amar Ekla Akash song Free Download
Amar Ekla Akash Lyrics (English)– Shreya Ghoshal
Amar Ekla Akash Thomke Geche
Rater Srote Bheshe,
Shudhu Tomay Bhalobese.
Amar Dingulo Sob Rong Chinechhe
Tomar Kache Ese
Shudhu Tomay Bhalobese.
Tumi Chokh Mellei Funteche Ful
Amar Chhade Ese
Bhorer Shishir Thot Chhunye
Tomay Bhalobese.
Amar Ekla Akash……
Amar Klanto Mon, Ghor Khunjese Jokhon
Ami Chaitam, Pete Chaitam
Shudhu Tomar Telephone.
Ghorbhora Dupur Amar Ekla Thakar Sur
Rod Gaito Ami Bhabtam
Tumi Kothay Kotodur?
Amar Besuro Guitar Sur Bendhechhe
Tomar Kachhe Ese
Shudhu Tomay Bhalobese.
Amar Ekla Akash Chand Chinechhe
Tomar Hasi Hese
Shudhu Tomay Bhalobese.
Alos Megher Mon
Amar Abochha Ghorer Kon
Cheye Roito, Chhunte Chaito
Tumi Asbe Aar Kokhon?
Shranto GhuGhur Dak
Dhulomakha Boiyer Tak
Jeno Bole Cholchhe
Thak Opekkhatei Thak.
Amar Ekla Akash……