Milestone Lyrics bengali song is sung by Nachiketa Chakraborty from Nilanjana 2.0 bengali album. Sound Mixing and Mastering by Siddheswar Banerjee. Guitar played by Shourya Ghatak. Music composed by Nachiketa Chakraborty. This bengali video song directed by Nilargha Banerjee and Supporting actors are Sayan and Tirtha. Milestone Lyrics in bengali written by Nachiketa Chakraborty.
Milestone Song Information :
Song name : Milestone
Album: Nilanjana 2.0
Singer And Composer : Nachiketa Chakraborty
Lyricist : Nachiketa Chakraborty
Guitar : Shourya Ghatak
Mixing and Mastering : Siddheswar Banerjee
Directed By : Nilargha Banerjee
Assisted by : Subarna Dasgupta
Music On : T-Series
Milestone Lyrics In Bengali :
বাঁধন ছাড়া পথে ডাকলো যখন
আমার বাউল মন বোঝেনি তখন,
সেই পথেই আবার ধুলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি,
ও হো হো মাইলস্টোন
ও হো হো মাইলস্টোন,
পথে পড়ে থাকা মাইলস্টোন।
জীবনের পথ এটা ওয়ানওয়ে ট্রাফিক
পিছোনো যাবে না, খোলা একটাই দিক,
শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে
দুটো পা অনিশ্চিত আগামী দিনে,
মা বাবার নীতি কথা, প্রেমিকার দেওয়া ব্যথা
মা বাবার নীতি কথা, প্রেমিকার দেওয়া ব্যথা,
ফিরে দেখা বিলাসিতা আজ এখন।
সেই পথেই আবার ধুলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি,
ও হো হো মাইলস্টোন
ও হো হো মাইলস্টোন,
পথে পড়ে থাকা মাইলস্টোন।
রাজপথে ছবি আঁকে বাসের চাকা
আগামীর ছবি আজ কুয়াশা ঢাকা,
জীবনের অধিকার, হাজার স্লোগান
পুলিশের গুলিতে মরে অনির্বান,
পৌলমী কখনো বা পথ ভোলা জনসভা
পৌলমী কখনো বা পথ ভোলা জনসভা,
কখনো নীলাঞ্জনা চলার কারণ।
সেই পথেই আবার ধূলো মেখে বারবার
ছিঁড়ে হার মানা হার দুনয়ন, দেখেনি,
ও হো হো মাইলস্টোন
ও হো হো মাইলস্টোন ..
Milestone Song Video :
Milestone Lyrics In English :
Badhon chara pothe daklo jokhon
Amar baul mon bojheni tokhon
Sei pothei abar dhulo mekhe barbar
Chirey haar mana haar dunoyon dekheni
O ho ho Milestone
Pothe pore thaka Milestone
Jiboner poth eta one way traffic
Pichono jabe na khola ektai dik
Shoishob koishor smritir screen e
Duto paa anishchit agami dine
Ma babar niti kotha premikar deowa betha
Phire dekha bilashita aaj ekhon
Raajpothe chobi anke bus er chaka
Agamir chobi aaj kuasha dhaka
Jiboner adhikar hajar slogan
Polish er gulite more anirban
Paulomi kokhono ba poth bhola jonosobha
Kokhono nilanjana cholar karon
মাইলস্টোন গানের লিরিক্স লিখেছেন এবং গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। নীলাঞ্জনা ২.০ বাংলা অ্যালবাম এর এই গানটির সুর দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।