Fagunero Mohonaye 2.0 Lyrics by Antara And Ankita :
Fagunero Mohonaye 2.0 Lyrics Bengali Basanta Utsav Song Is Sung by Antara Nandy and Ankita Nandy. This Holi Festival Special Bengali Folk Song Composed by And Fagunero Mohonaye 2.0 Lyrics In Bengali Written by Aviman Paul. Choreography by Mamta Dey Nandi. This Festival of Colours Video Song Directed by Neel Artworks And Director Of Photography by Sowmadeep Bhattacharjee And Shreyanjan Basak.
Song : Fagunero Mohonaye 2.0
Singer : Antara Nandy and Ankita Nandy
Composition And Arrangements : Aviman Paul
Mixing And Mastering : Shomi Chatterjee
Lyricist : Aviman Paul
Hook Line : Bhoomi
Edit : Neel Artworks
Line Production : Stori Boat Productions LLP
Label : Times Music Bangla
Fagunero Mohonaye 2.0 Song Video :
Fagunero Mohonaye 2.0 Song Lyrics In Bengali :
এই বসন্ত বাতাসে আমার
অঙ্গ জ্বইলা যায়,
বঁধূয়ারও লাগি আমার মন করে হায় হায়।
বসন্ত বাতাসে আমার
অঙ্গ জ্বইলা যায়,
বঁধূয়ারও লাগি আমার মন করে হায় হায়।
এমনও মধু লগন এমনি বইয়া যায়
এমনও মধু লগন এমনি বইয়া যায়,
ফাগুনের মোহনায় ..
ফাগুনের মোহনায়
ও সোহাগী রঙ লাগে তোর
মনের ঠিকানায়,
কোন শরমে মুখ ঢাকে মন
লাজুক বাহানায়,
ফাগুনের মোহনায়।
ওই লাল পলাশের অচিনপুরে
যায় ছুটে মন তেপান্তরে,
কোকিলা কার বাঁশির সুরে
ভিনদেশী গান গায়।
আবীর মাখা কৃষ্ণচুড়ায়
লাল আগুনের পরশ লাগায়,
কোন প্রেয়সী একলা ঘরে
চোখ ঢাকে আয়নায়।
এমনও মধু লগন এমনি বইয়া যায়
এমনও মধু লগন এমনি বইয়া যায়,
ফাগুনের মোহনায় ..
ফাগুনের মোহনায়
ও সোহাগী রঙ লাগে তোর
মনের ঠিকানায়,
কোন শরমে মুখ ঢাকে মন
লাজুক বাহানায়,
ফাগুনের মোহনায়।
ওই মহুয়ার গন্ধে আমার
মন মজাইয়া দে,
ওই বাসন্তী রঙ ঢাকাই শাড়ি
দে আনিয়া দে,
ওই সোহাগ কইরা খোপার গোলাপ
দে সাজাইয়া দে,
ওই দুহাত ভইরা রেশমি চূড়ি
দে পরাইয়া দে।
এমনও মধু লগন এমনি বইয়া যায়
এমনও মধু লগন এমনি বইয়া যায়,
ফাগুনের মোহনায় ..
ফাগুনের মোহনায়
ও সোহাগী রঙ লাগে তোর
মনের ঠিকানায়,
কোন শরমে মুখ ঢাকে মন
লাজুক বাহানায়,
ফাগুনের মোহনায়।
ফাগুনেরও মোহনায় ২.০ গানের লিরিক্স – অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী :
Ei bosonto batase amar
Onggo jwoila jaay
Bodhuaro laagi amar
mon kore haay haay
Emono modhu logon emni boiya jaay
Fagunero Mohonay
Fagunero Mohonaye
O sohagi rong laage tor
Moner thikanay
Kon shorome mukh dhake mon
Lajuk bahanay
Fagunero Mohonay
Oi laal polasher achinpure
Jaay chute mon tepantore
Kokila kar banshir sure
Bhindeshi gaan gaay
Abir makha krishnochuray
Laal aaguner porosh lagay
Kon preyosi ekla ghore
Chokh dhake aaynay
Oi mohuar gondhe amar
Mon mojaiya de
Oi basonti rong dhakai shari
De aniya de
Oi sohag koira khopar golap
De sajaiya de
Oi duhaat bhoira reshmi churi
De poraiya de
Emono modhu logon emni boiya jaay
Phagunero Mohonay
O sohagi rong laage tor
Moner thikanay
In The Voice Of Nandy Sisters Antara Nandy And Ankita Nandy Fagunero Mohonaye 2.0 Song Information In bengali Font : ফাগুনেরও মোহনায় ২.০ গানটি গেয়েছেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। গানটির সুরকার হলেন অভিমান পাল। দোল উৎসব বা বসন্ত উৎসব প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় এই উৎসব পালিত হয়, এই হোলি এবং বসন্ত উৎসবের গান ফাগুনেরও মোহনায় ২.০ গানের লিরিক্স লিখেছেন অভিমান পাল।