Bokul Phooler Mala Lyrics bengali song is sung by Utso Saha. Featuring Pankaj Kumar Munshi and Jayashree Bose. Music composed by and arranged by Pralay Sarkar. Vocals recorded by Sanjeeban Das, Anirban Ghosh and Dhrubo Bhattacharjee at Jam 52 Studio. Bokul Phooler Mala Lyrics in bengali written by Pralay Sarkar. Mixing and mastering by Dhrubo Bhattacharjee.
Bokul Phooler Mala Song Information :
Song Name : Bokul Phooler Mala
Singer : Utso Saha
Composer and Lyricist : Pralay Sarkar
Mix and Master : Dhrubo Bhattacharjee
Guitar strokes and design : Soumyadipta Ray
Flute : Swarajit Ratul Guha
Label : SVF Music
Bokul Phooler Mala In Bengali :
সাতনরি হার তোমায় দেবার সাধ্য আমার
নেইকো মনো বালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
শিউলি নোলক খোঁপায় বেলি,
জোছনা রাতে যাত্রা গানের পালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
নকশি কাঁথার মাঠের পরে
ওই যে আমার গাঁও,
পলাশ কুঁড়ির উঠোন দেবো
পারুল বনের ছাও।
সন্ধ্যাতারায় চাঁদের গায়ে
ধানের ক্ষেতে মিষ্টি আতর ঢালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
বলো সঙ্গে যাবে নাকি?
বলো ওরে ও মন পাখি,
সহজ সরল সোহাগ মাখা
শালপিয়ালের দেশ।
মাটির কোলে চলার শুরু
মাটির কোলেই শেষ,
তোমার ছোঁয়ায় হবেই দেখো
রাজার প্রাসাদ ছোট্ট সে দু’চালা
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
সাতনরি হার তোমায় দেবার সাধ্য আমার
নেইকো মনো বালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা
ওগো তোমায় দেব বকুল ফুলের মালা।
Bokul Phooler Mala Song Video :
Bokul Phooler Mala In English :
Saatnori haar tomay debar saddho amar
Neiko mono bala
Ogo tomay debo bokul phooler mala
Sheuli nolok khopay beli
Jochna raate jatra gaaner pala
Ogo tomay debo bokul phuler mala
Nakshi kathar mather pore
Oi je amar gao
Polash kurir uthon debo
Parul boner chao
Sandhyataray chaner gaaye
Dhaner khete misti ator dhala
Ogo tomay debo bakul phooler mala
Bolo songey jabe naki
Bolo ore o mono pakhi
Sohoj sorol sohag makha
Shalpiyaler desh
Matir kole cholar shuru
Matir kolei shesh
Tomar choway hobei dekho
Rajar prasad chotto se duchala
Ogo tomay debo bokul fuler mala
পঙ্কজ কুমার মুন্সী ও জয়শ্রী বোস অভিনীত ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা গানের লিরিক্স লিখেছেন প্রলয় সরকার ও গানটি গেয়েছেন উৎস সাহা।
FAQs for Bokul Phooler Mala