Milon Hobe Koto Dine Lyrics bengali folk song is sung by Anirban Sur. Ankita Bhattacharyya version song lyrics written by Somraj Das. Same folk song is sung by Pousali Banerjee, Goutam Das Baul, Farida Parveen, Latif Shah, Chandana Majumder, Rajib Das, The Folk Diaryz band and many various artists in their own way. Milon Hobe Koto Dine Lyrics in bengali written by and composed by Fakir Lalon Shah. Coke studio moner manush version song is sung by Anupam Roy, Satyaki Banerjee and Babul Supriyo.
Milon Hobe Koto Dine Song Information :
Song Name : Milon Hobe Koto Dine
Lyricist : Lalon Shah
Singer : Anirban Sur
Music : Neelavo Bhattacherjee
Mix and Mastering : Depdeep Banik
Recording Studio : ORB Studio
Cinematography : Jo Ker
Presented By : Blue Sky Motion
Produced By : Akash Agarwala
Milon Hobe Koto Dine Lyrics In Bengali :
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
আমি হবো বলে চরণদাসী
হবো বলে চরণদাসী,
ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন,
ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়,
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়,
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই,
ঐ প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কতদিনে
ও মিলন হবে কতদিনে,
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে।
Milon Hobe Koto Dine Song Video :
Milon Hobe Koto Dine Lyrics In English :
Chatak praay aharnishi
Cheye ache kalo shoshi
Ami hobo bole charadasi
O taa hoyna kopal guney
Amar moner manusher sone
Milon hobe kotodine
Amar moner manuser sone
Megher bidyut meghe jemon
Lukale naa paay anweshon
Ami kalare haraye temon
Oi rup heri e darpane
Amar moner manushero sone
Milan hobe kotodine
Jokhon oi roop smaran hoy
Thakena loko-lojjar bhoy
Lalon fokir vebe bole sodai
Oi prem je kore se jaane
Amar moner manusher shone
Milan hobe koto dine
Moner Manush Coke Studio Version Lyrics
Milon Hobe Koto Dine Ankita Bhattacharyya Version Lyrics :
দিলাম যারে মন বেড়ি
দিলো সে মরণ যাতনা,
সুখের বাঁধন ভেঙে ফেলে
এ বুকে ফিরে এলোনা।
কে আপন কে যে পর
চেনা বড়ো দায়,
পারেনা যে ছাড়তে মায়া
সে তো কেঁদে যায়।
আজ বুকের ভেতরে
রয়েছে সে জুড়ে,
ও দয়াল কেন বোঝোনা ..
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
হবো বলে চরণদাসী
হবো বলে চরণদাসী,
ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
সে যে মোর পরান পাখি ..
সে যে মোর পরান পাখি
তারে দ্বারে পুইষা রাখি,
সোনা রূপ বর্ণ তাহার
পলাশের অঙ্গ ধারী।
সে রূপের হয়না তুলনা
সে রূপের হয়না তুলনা,
কি ময় সেই মুখে
বিরহে অসুখে,
ও রূপ পাবো যে কোথায়।
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়..
মিলন হবে কত দিনে গানের লিরিক্স লিখেছেন ফকির লালন শাহ। লালন সাঁই তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক এবং দার্শনিকছিলেন।
FAQs for Milon Hobe Koto Dine