[the_ad id="1951"]
[the_ad id="1951"]
JAGROTO ONTOROJAMI Lyrics | জাগ্রত অন্তর্যামী লিরিক্স (বাংলা) | BOUMA | Asha Bhosle | ECHO BENGALI MUZIK – Lyrics
Singer | s |
GanLyic presents the Bengali Movie Song “#JAGROTOONTOROJAMI Lyrics (জাগ্রত অন্তর্যামী লিরিক্স )” : Song by: #AshaBhosle , from Bengali movie “#BOUMA (বৌমা)” directed by, #SujitGuho, Starring: #Prasenjit, #RanjitMallick, #SandhaRay, Sanghamita, Satabdi Roy etc.
JAGROTO ANTOROJAMI song Deteils
✤ Song :- JAGROTO ONTOROJAMI (#জাগ্রতঅন্তর্যামী)
✤ Movie :- BOUMA (#বৌমা)
✤ Singer :- Asha Bhosle
✤ Cast :- Prasenjit, Ranjit Mallick, Sandha Ray, Sanghamita,Satabdi Roy etc.
✤ Lyrics :- Ranjit Dey
✤ Music : Kanu Bhattacharyay
✤ Director : Sujit Guho
✤ Label : Echo Entertainment Pvt Ltd
✤ Language : Bengali
জাগ্রত অন্তর্যামী গান ডাউনলোড করুন বিনামুল্যে-
jagrata antarjami Mp3 Song Free Downlaod
jagrata antarjami Lyrics in Bengali
জাগ্রত অন্তর্যামী
ও জাগ্রত অন্তর্যামী…।।
তুমি আছো জানি
নিশি দিন যামী…।।
ও ও ও তুমি আছো জানি
নিশি দিন যামী…
তুমি মোর জীবন স্বামী
ও ও ও জাগ্রত অন্তর্যামী
ও ও ও জাগ্রত অন্তর্যামী ।।
[মিউজিক ]
অন্ধকারের রাত তব আলো পরশে
দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে ভরো সে (২বার) ।।
তুমি ভয় ভঞ্জনো
করো দুঃখ মঞ্ছনো
ও ও ও
তুমি ভয় ভঞ্জনো
করো দুঃখ মঞ্ছনো
তুমি মোর হৃদয় স্বামী।।
ও ও ও
জাগ্রত অন্তর্যামী
ও ও ও
জাগ্রত অন্তর্যামী।।
(মিউজিক)
অঙ্গ যে লংহায় গিরি তব করুনা
দুঃখী রে কর সুখি তোমারি সে মহিমায় (2 বার)
তা প্রীতি হৃদয় মম
তুমি মোর প্রিয়তম
ও ও ও
তা প্রীতি হৃদয় মম
তুমি মোর প্রিয়তম
তবুপাদে আমি অনুগামী ।।
ও ও ও জাগ্রত অন্তর্যামী
ও ও ও জাগ্রত অন্তর্যামী ।।
(মিউজিক)
অক্ষয় করো মম সিঁদুর স্মৃতিতে
বুক যেন ভোরে থাকে প্রেম আর প্রীতি তে (2 বার) ।।
পথ খুঁজে ফিরি তাই
দিশাহারা কোথা যাই (2বার) ।।
তুমি আছো তাই শুধু জানি
ও ও ও
জাগ্রত অন্তর্যামী
ও ও ও
জাগ্রত অন্তর্যামী ।।
jagrata antarjami mp3 Song Download Free
বিঃ দ্রঃ – যদি এই জাগ্রত অন্তর্যামী লিরিক্স এর মধ্যে কোনো ভুল থাকে । তাহোলে সঠিক লিরিক্স টি আমাদের (Contact Us) পাজের মাধ্যমে জানান।দয়া করে।
ধ্যন্যবাদ!!
ganlyric Team
[the_ad id="1951"]
[the_ad id="1954"]