Shishire Shishire Sharodo Akashe Lyrics In Bangla: শিশিরে শিশিরে শারদ আকাশে শুভমিতা – Gan Lyrics
This Is A Durga Puja Special Agomoni Song
Singer – Subhamita Banerjee
Shishire Shishire Sharodo Akashe mp3 song Download
Shishire Shishire Sharodo Akashe Lyrics In Bangla:
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী (x2)
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে
চির দিনের বানী ..
ভোরের আগমনী,
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।
সোনার আলোয় জাগবে পৃথিবী,
বাজবে আলোর বাঁশি (x2)
আকাশ পটে মহামায়ার,
ভুবনমোহীনি হাসি।
দিকে দিকে আজ উঠবে বেজে,
দিকে দিকে আজ উঠবে বেজে
মায়ের পদধ্বনি।
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।
বিশ্ব আজিকে ধ্যানমগ্না,
উদ্ভাসিত আশা (x2)
তাপিত তৃষিত ধরায় জাগবে,
প্রানের নতুন ভাষা।
মৃন্ময়ী মা আবির্ভূতা
মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুরবিনাশীনি।
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে
চির দিনের বানী ..
ভোরের আগমনী
শিশিরে শিশিরে শারদ আকাশে
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।
Shishire Shishire Sharodo Akashe mp3 song Download
Shishire Shishire Sharodo Akashe Lyrics :
Sishire Sishire Sharodo Akashe
Bhorer aagomoni
Shiuli jhorano din ana se
Chirodiner bani..
Bhorer aagomoni
Shonar aloye jagbe prithibi
Baajbe E alor banshi
Akash-tote mohamayar
bhubon mohini haasi
Dika dika aaj uthbe beje
Mayer podo-dhoni
Sisire Sisire Sarodo Akashe
Bhorer aagomoni
Bishwa aajiker dhyen-o mogna
Udbhashito asha..
Tapito trishito dhoray jaagbe
Praner notun bhasa
Mrinmoyi maa abirbhuta
Ashuro binashini
Sisire Sisire Sharodo Akashe
Vorer agomoni