[ad_1]
Bhabo Jodi Lyrics by Arijit Singh :
Bhabo Jodi Lyrics Bengali Song Is Sung by Arijit Singh from Kabuliwala Bengali Movie. Music Composed by Indraadip Dasgupta. Mixing and Mastering by Shiladitya Sarkar. Bhabo Jodi Lyrics In Bengali Written by Anirban Bhattacharya. Kabuliwala 2023 Bengali Film Cast is Mithun Chakraborty, Anumegha Kahali, Abir Chatterjee, Sohini Sarkar And Others.
Song : Bhabo Jodi
Film : Kabuliwala
Singer : Arijit Singh
Music : Indraadip Dasgupta
Lyrics : Anirban Bhattacharya
Written by : Rabindranath Tagore
Directed by : Suman Ghosh
Label : SVF Music
Bhabo Jodi Song Video :
Bhabo Jodi Song Lyrics In Bengali :
ভাবো যদি ফিরে যাওয়া যায়
সময়ের সাপলুডো বোর্ডের গুটি হয়ে,
ভাবো যদি ঘুরে আসা যায়
পদচিহ্নের ধারাপাতের সাথী হয়ে।
ছিল কত মানুষের বিচিত্র সামিয়ানা
এ রঙ্গীন শহরে ছিল কত যে ঠিকানা,
পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়।
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খুলে যাবে দ্বার, কত পারাপার,
কত কত মানুষের স্বপ্ন মাখা শহর।
হরেক মাল ৫ টাকা, শুনে ঘরে ছোটাছুটি
মাদারী বাঁদর নাচায়, ঘিরে তাকে হুটোপুটি।
গোলাপি রঙের বুড়ির চুলের ডাক
শিলে কাটা নকশা মসলায় মিশে যায়।
ও.. ধুনুরির বাজনায় তুলো গুলো নেচে ওঠে
কাবুলির পেস্তার রঙ চোখে ফুটে ওঠে।
পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়,
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
ভাব যদি লিরিক্স – অরিজিৎ সিং – কাবুলিওয়ালা :
Bhaabo jodi phire jaowa jaay
Somoyer sapludo border guti hoye
Bhabo jodi ghure asha jaay
Podochinher dharapaater sathi hoye
Chilo koto manusher bichitro samiyana
E rangeen shohore chilo koto je thikana
Poli pore jaowa sei thikanar dorjay
Smriti niye jodi tumi darao ekbar
Khule jaabe dwar koto parapar
Koto koto manusher shopno makha shohor
Khola ache dwar esho barbar
Klanto tobu jege ache aajo e shohor
Tumi phire esho barbar
Ache jege e shohor
News About Kabuliwala Bengali Movie Song Bhabo Jodi Lyrics Information In bengali Font : সুমন ঘোষের পরিচালনায় এবং মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালি, আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার অভিনীত কাবুলিওয়ালা বাংলা সিনেমার গান ভাব যদি গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। ভাবো যদি ফিরে যাওয়া যায় গানের লিরিক্স লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য।
[ad_2]