[ad_1]
Joraye Ache Badha Rabindra Sangeet Is Sung by Susmita Patra. Same Song Is Sung by Dwijen Mukherjee, Nilima Sen, Aditi Gupta, Swagatalakshmi Dasgupta And Many Various Artists In Their Own Way. Joraye Ache Badha Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
Song : Joraye Ache Badha
Singer : Susmita Patra
Composer & Lyrics : Rabindranath Tagore
Parjaay : Puja-182
Upa-parjaay : Saadhana O Sankalpa
Raag : Sahana
Taal : Teyora
Joraye Ache Badha Song Video :
Joraye Ache Badha Song Lyrics In Bengali :
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে,
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে,
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।।
জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম
এমন ধন আর নাহি যে তোমা সম,
জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম
এমন ধন আর নাহি যে তোমা সম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে।
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।।
তোমারে আবরিয়া, ধুলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাসি।
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে।
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে,
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।।
জড়ায়ে আছে বাধা লিরিক্স – রবীন্দ্রসংগীত :
Jaraye achhe badha Charaye jete chai
Charate gele byatha baaje
Mukti chahibare tomar kache jai
Chahite gele mori laaje
Joraye achhe badha Charaye jete chai
Jani hey momo jibone shreyotomo
Emon dhon aar nahi je toma somo
Tobu ja vangachora ghorete ache pora
Feliya dite pari na je
Joraye ache badha Charaye jete chai
Tomare aboriya dhulate dhake hiya
Moron aane rashi rashi
Ami je praan bhori tader ghrina kori
Tobuo tai valobashi
Etoi ache baki jomeche eto fanki
Koto je bifolota koto je dhakadhaki
Amar valo tai chahite jobe jai
Bhoy se ashe monomajhe
Jaraye ache badha Charaye jete chai
[ad_2]