[ad_1]
Jotokkhon Tumi Amay Lyics Rabindra Sangeet :
Jotokkhon Tumi Amay Rabindra Sangeet Is Sung by Susmita Patra. Same Song Is Sung by Purba Dam, Suchitra Mitra, Nilima Sen, Srikanta Acharya, Arena Mukherjee And Many Various Artists In Their Own Way. Jotokkhon Tumi Amay Lyics In Bengali Written by Rabindranath Tagore.
Song : Jotokkhon Tumi Amay
Lyrics : Rabindranath Tagore
Singer : Susmita Patra
Parjaay : Puja-28
Upa-parjaay : Gaan
Anga : Kirtan
Taal : Dadra
Label : SVF Music
Jotokkhon Tumi Amay Song Video :
Jotokkhon Tumi Amay Song Lyics In Bengali :
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে
যতখন তুমি আমায়,
ততখন গানের পরে গান গেয়ে
মোর প্রহর কাটে, বাহির বাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়।
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর সভার মাঝে
এ গান লাগবে বুঝি কাজে,
তোমার সুরের রঙের রঙিন নাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়।
তোমার ফাগুন দিনের বকুল চাঁপা
শ্রাবণ দিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন
তোমার কেমন যে তান,
তোমার কেমন যে তান দেয়া,
তোমার ফাগুন দিনের বকুল চাঁপা
শ্রাবণ দিনের কেয়া।
আমি উতল প্রাণে আকাশ-পানে
হৃদয়খানি তুলি,
বীণায় বেঁধেছি গানগুলি,
তোমার সাঁঝ সকালের সুরের ঠাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখ বাহির বাটে,
যতখন তুমি আমায়,
ততখন গানের পরে গান গেয়ে
মোর প্রহর কাটে, বাহির বাটে,
যতখন তুমি আমায়
বসিয়ে রাখো বাহির বাটে,
যতখন তুমি আমায়।
যতখন তুমি আমায় লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :
Jotokkhon tumi amay bosiye rakho bahir baate
Jotokkhon tumi amay
Totokkhon gaaner pore gaan geye
Mor prohor kaate bahir bate
Jobe shubhokkhone daak pore
sei bhitor sobhar majhe
E gaan lagbe bujhi kaaje
Tomar surer ronger rangeen naate
Toma fagun dine bokul chapa
Shaban dine keya
Tai dekhe toh shuni tomar kemon je taan
Toma kemon je taan deya
Ami utol paane akash paane hidoykhani tuli
Binay bedhechi gaan guli
Toma sanjh sokale surer thate
Jatakkhan tumi amay bosiye rakho bahir bate
[ad_2]