Mayanodi Lyrics by Bilawal Chakraborty :
Mayanodi Lyrics Bengali Song Is Sung by Bilawal Chakraborty from Abelar Gaan Originals. Music Arranged by Pramit Sarkar. Mixing And Mastering by Debdeep Banik. Mayanodi Lyrics In Bengali Written by Sk Imam Uddin.
Song : Mayanodi
Vocal : Bilawal Chakraborty
Lyrics and Tune : Sk Imam Uddin
Music Arrangement : Pramit Sarkar
Piano, Violin and Guitar : Pramit Sarkar
Artwork : Rituparna Khatua
Recorded at : ORB Creation studio
Label : Abelar Gaan Originals
Mayanodi Song Video :
Mayanodi Song Lyrics In Bengali :
দয়াল রফতানি করো মায়া
এই তো সময়, সওদা করো,
বন্ধুর সাথে একটা গোটা নদী।
জীবনের মত পার করে দিতে দিতে
যেতে হলে নকশা করে মন,
জীবনের মত পার করে দিতে দিতে
যেতে হলে নকশা করে মন,
গলিমুখে আটকে থাকে চোখ
খোঁপার সাথে খেলতে থাকে ফুল।
এই তো সময়, সওদা করো
বন্ধুর সাথে একটা গোটা নদী।।
কশতি ভাসালে মন ভাসে, মন ভাসে
ভরাডুবি হয়ে মরে যায় কত কিছু,
কশতি ভাসালে মন ভাসে, মন ভাসে
ভরাডুবি হয়ে মরে যায় কত কিছু,
তোমার সাথে আমার কথা হলে
মিছে হয়, মিছে হয় সবকিছু,
তোমার সাথে আমার দেখা হলে
মিছে হয়, মিছে হয় সবকিছু।
এই তো সময়, সওদা করো,
বন্ধুর সাথে একটা গোটা নদী।
দয়াল রফতানি করো মায়া
এই তো সময়, সওদা করো,
বন্ধুর সাথে একটা গোটা নদী।।
শাওনের জল গায়ে-গায়ে কত মায়া
আলপথ থেকে আলপথ উঁচু-নিচু,
শাওনের জল গায়ে-গায়ে কত মায়া
আলপথ থেকে আলপথ উঁচু-নিচু,
তোমার চোখে আকাশ এঁকে দিলে
মিছে হয়, মিছে হয় সবকিছু,
তোমার পায়ে নূপুর বেঁধে দিলে
মিছে হয়, মিছে হয় সবকিছু।
এই তো সময়, সওদা করো,
বন্ধুর সাথে একটা গোটা নদী।
দয়াল রফতানি করো মায়া
এই তো সময়, সওদা করো,
বন্ধুর সাথে একটা গোটা নদী,
বন্ধুর সাথে একটা গোটা নদী।।
মায়ানদী লিরিক্স – অবেলার গান :
Doyal roptani koro maya
Ei toh somoy souda koro
Bondhur sathe ekta gota nodi
Jiboner moto par kore dite dite
Jete hole noksha kore mon
Golimukhe aatke thake chokh
Khopar sathe khelte thake phul
Koshti bhasale mon bhase mon bhase
Bhoradubi hoye more jaay koto kichu
Tomar sathe amar kotha hole
Miche hoy miche hoy sobkichu
Shaon er jol gaaye gaaye koto maya
Aalpoth theke aalpoth uchu nichu
Tomar chokhe akash eke dile
Miche hoy miche hoy sobkichu
Tomar paaye nupur bedhe dile
Miche hoy miche hoy sobkichu