[ad_1]
Montor Lyrics by Mahtim Shakib :
Montor Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib. Music Composed by Shovon Roy. Edit And Color by Badruzzaman Shuvo. Montor Lyrics In Bengali Written by Prosenjit Ojha.
Song : Montor
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Protune
Montor Song Video :
Montor Song Lyrics In Bengali :
পুরনো বছরের মতো
তোমার নামও লিখে ফেলি ভুলে,
কতোবার ভাবি সাগর দেখলেও
চোখ রাখবোনা জাহাজের মাস্তুলে।
ভালোবাসা ছেড়ে গেলে বন্দর
নাবিক জানে ভুলে থাকার মন্তর,
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুঃখ পেতে তোমার কাছে আসি,
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুঃখ পেতে তোমার কাছে আসি।।
তোমার ঠিকানায় ফেরা হবে না আর
স্মৃতিরা যতই ডেকে যাক বার বার,
তোমার ঠিকানায় ফেরা হবে না আর
স্মৃতিরা যতই ডেকে যাক বার বার,
হৃদয়ের ক্ষত গভীর হলেও জানি
ব্যবধান ভালো ঝরা ফুল হোক বাসি।
ভালোবাসা ছেড়ে গেলে বন্দর
নাবিক জানে ভুলে থাকার মন্তর,
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুঃখ পেতে তোমার কাছে আসি,
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুঃখ পেতে তোমার কাছে আসি।।
মন্তর লিরিক্স – মহাতিম সাকিব :
Purono bochorer moto
Tomar naamo likhe pheli bhule
Kotobar vabi sagor dekhleo
Chokh rakhbona jahajer mastule
Bhalobasha chere gele bondor
Nabik jaane bhule thakar montor
Ami shudhu dheuye dheuye bhasi
Keno dukkho pete tomar kache ashi
Tomar thikanay phera hobe na aar
Smritira jotoi deke jaak barbar
Hridoyer khoto gobhir holeo jaani
Babodhan bhalo jhora phul hok basi
[ad_2]