[ad_1]
Phire Esho Lyrics by Anupam Roy :
Phire Esho Lyrics Bengali Song Is Sung by Anupam Roy from Pradhan Bengali Movie. Featuring Dev, Soumitrisha Kundu, Paran Bandyopadhyay And Mamata Shankar. Music Composed by And Phire Esho Lyrics In Bengali Written by Anupam Roy. Pradhan Bengali Film Directed by Avijit Sen.
Song : Phire Esho
Film : Pradhan
Vocal, Music & Lyrics : Anupam Roy
Director : Avijit Sen
Presenter : Atanu Raychaudhuri
Producer : Bengal Talkies, Dev Entertainment
Ventures And Pranab Kumar Guha
Label : Saregama Bengali
Phire Esho Song Video :
Phire Esho Song Lyrics In Bengali :
তোমার এ জীবন থেকে
কতটা সময় ঝরে গেছে, ঝরে গেছে,
ফুরিয়ে যাওয়ার আগে
যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে।
তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ভুলে যাও, ভুলে যাও
দিয়ে শুরু করো আবার,
দেখো তোমার ভালো লাগে কি।
তাই ফিরে এসো, ফিরে এসো
আকাশের ঝড় হয়ে,
যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।
তাই ফিরে এসো, ফিরে এসো
তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।
তোমার দুঃখ আমি
চিনতে পারলেও বুঝবো কি করে,
সে তো তোমাকেই, লিখতে হবে
অক্ষরে, অক্ষরে, অক্ষরে।
তোমার কষ্ট তুমি
আর কতদিন বয়ে বেড়াবে,
জানলা খুলে দাও, কেউ তো এসে
দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে।
তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ডুবে যাও, ডুবে যাও
দিয়ে ভেসে ওঠো আবার,
দেখো কিছু বদলে গেছে কি।
তাই ফিরে এসো, ফিরে এসো
আকাশের ঝড় হয়ে,
যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।
তাই ফিরে এসো, ফিরে এসো
তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।
ফিরে এসো লিরিক্স – অনুপম রায় :
Tomar e jibon theke
Kotota somoy jhore geche jhore geche
Furiye jaowar agey
Juddho jeta baki ache baki ache
Tumi more jao more jao
Diye benche otho abar
Dekho kichu notun laage ki
Tumi bhule jao bhule jao
Diye shuru koro abar
dekho tomar bhalo laage ki
Tai phire esho phire esho
Akasher jhor hoye
Jeno here giye saape bor hoye
Tai phire esho phire esho
Tumi pratibaad hoye
Shoto jantranar anubaad hoye
E prithibi tomakei chaay
Tomar dukkho ami
chinte parleo bujhbo ki kore
Se toh tomakei likhte hobe
Okhore okhore okhore
Tomar kosto tumi
Aar kotodin boye berabe
Janla khule dao keu toh eshe
Darabe darabe darabe
Tumi doobe jao doobe jao
Diye bhese otho abar
Dekho kichu bodle geche ki
News About Anupam Roy Song Phire Esho Lyrics Information In Bengali Font : অভিজিৎ সেন পরিচালিত এবং দেব, সৌমিত্রিশা কুন্ডু, পরান বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর অভিনীত প্রধান বাংলা সিনেমার গান ফিরে এসো গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়। গানটির সুর দিয়েছেন শান্তনু মৈত্র। তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে গানের লিরিক্স লিখেছেন অনুপম রায়।
[ad_2]