[ad_1]
Shomudro Shontan Lyrics by Sanjeeb Chaudhury :
Shomudro Shontan Lyrics Bengali Song Is Sung by And Written by Sanjeeb Chaudhury from Bari Fera Holo Na Bengali Album. Cover Version Song Is Sung by Shadat Shoumik, Riad Hasan And Many Various Artists In Their Own Way.
Song : Shomudro Shontan
Album : Bari Fera Holo Na
Vocal & Lyrics : Sanjeeb Chaudhury
Shomudro Shontan Song Video :
Shomudro Shontan Song Lyrics In Bengali :
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদোর দিয়ে চোখে মাখাও।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই, কান্না তাপাই,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখি।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাই।
সমুদ্র সন্তান লিরিক্স – সঞ্জীব চৌধুরী :
Chokhta eto poray keno
O pora chokh somudre jao
Somudro ki tomar chele
Ador diye chokhe makhao
Buk jure ei bejaan shohor
Ha ha shunno akash kapao
Akash ghire shonkhochiler
Shorir chera kanna thamao
Ami tomar kanna kurai
Kanna urai kanna tapai
Kanna pani paan kore jai
Emon matal kanna likhi
Shomudro ki tomar chele
Ador diye chokhe makhi
Samudra ki tomar chele
Ador diye chokhe makhai
[ad_2]