[ad_1]
Details About Prempotro Lyrics :
Prempotro Lyrics Bengali Song is Sung by Rahul Ananda from Joler Gaan Bangla Band. Cover Version Song Is Sung by Innima Roshni. Priyotoma Ogo Priyotoma Lyrics In Bengali Written by Rahul Ananda.
Song : Prempotro
Band Name : Joler Gaan
Lyric & Composition : Rahul Ananda
Cover by : Innima Roshni
Prempotro Song Video :
Prempotro Song Lyrics In Bengali :
লিখেছি আকাশের ঠিকানায়
উড়িয়েছি বাতাসের পোষা পায়রার পায়।
লিখেছি আকাশের ঠিকানায়
উড়িয়েছি বাতাসের পোষা পায়রার পায়,
লিখেছি এঁকেছি মেঘের বর্ণমালায়
মেঘের বর্ণমালায়।
প্রিয়তমা ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো,
প্রিয়তমা ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।
পলাশ শিমুল রাঙা বাসন্তি বাতাসে
জেগে দেখা স্বপ্নরা ঘুম হয়ে আসে,
পলাশ শিমুল রাঙা বাসন্তি বাতাসে
জেগে দেখা স্বপ্নরা ঘুম হয়ে আসে।
শুকনো পাতার ভাঁজে গোপন কবিতায়
ও হো হো..
শুকনো পাতার ভাঁজে গোপন কবিতায়
ফুলের বর্ণমালায়, ফুলের বর্ণমালায়।
প্রিয়তমা ওগো প্রিয়
ভালো আছি আছি ভালো থেকো,
প্রিয়তমা ওগো প্রিয়
ভালো আছি ভালো থেকো।
ডুবেছি অতলে পাতালে
ভেসেছি তুমি আমি নীল যমুনার জলে,
ডুবেছি অতলে পাতালে
ভেসেছি তুমি আমি নীল যমুনার জলে।
বেসেছি ভেসেছি জলের বর্ণমালায়,
জলের বর্ণমালায়।
প্রিয়তমা ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো,
প্রিয়তমা ওগো প্রিয়
ভালো আছি ভালো থেকো।
জেনেছি তুমি বাসো ভালো
তাই ভালোবাসি বাজে ভালো,
জেনেছি তুমি বাসো ভালো
তাই ভালোবাসি বাজে ভালো।
আমার কথা বুঝতে হলে পাখির বুলি শেখো
সকাল দুপুর সন্ধ্যা বেলা আকাশটাকে দেখো,
আমার কথা বুঝতে হলে পাখির বুলি শেখো
সকাল দুপুর সন্ধ্যা বেলা আকাশটাকে দেখো।
ভুলনা আমায় মনে রেখো
ভাল আছি ভাল থেকো,
ও হো হো..
ভুলনা আমায় মনে রেখো
ভাল আছি ভাল থেকো,
ভাল আছি ভাল থেকো।
প্রিয়তমা ওগো প্রিয়
ভালো আছি ভালো থেকো,
প্রিয়তমা ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।
প্রেমপত্র লিরিক্স – জলের গান :
Likhechi akasher thikanay
Uriyechi bataser posha payrar paay
Likhechi enkechi megher barnamalay
Priyotoma ogo priyo
Valo achi valo theko
Polash shimul ranga basanti batase
Jege dekha shopnera ghum hoye ashe
Shukno patar bhaje gopon kobitay
Phuler barnamalay
Dubechi otole patale
Bhesechi tumi ami neel jomunar jole
Besechi vesechi joler bornomalay
Jenechi tumi baso bhalo
Tai bhalobashi baaje bhalo
Amar kotha bujhte hole pakhir buli shekho
Sokal dupur sondhya bela akashtake dekho
Bhulona amay mone rekho
Valo achi valo theko
Priyotoma ogo priyo
bhalo achi bhalo theko
[ad_2]