[ad_1]
Bidayer Gaan Lyrics by Cryptic Fate Band :
Bidayer Gaan Lyrics Bengali Song Performed by Cryptic Fate Band Featuring Bassbaba Sumon from Noy Mash Bengali Album. Music Composed by Cryptic Fate Bangla Band And Bidayer Gaan Lyrics In Bengali Written by Shakib Chowdhury. Biday Dao Go Maa Song Sound Mixing by Farhan Samad and Mastering by AK Ratul.
Song : Bidayer Gaan
Composition and performance : Cryptic Fate
Lyrics : Shakib Chowdhury
Producer : Farhan Samad And Shakib Chowdhury
Drums : Raef Al Hasan Rafa
Vocals And Bass : Shakib Chowdhury
Guitars : K. Sarfaraz Latifullah And Farhan Samad
Director and Lead Animator : Mahbubur Rahman
Bidayer Gaan Song Video :
Bidayer Gaan Song Lyrics In Bengali :
বংশের মুখ উজ্জল করা ছেলে
পড়াশোনায় চরম,
ঠাণ্ডা মেজাজে চুপ চাপ স্বভাবের
মাথা করে না গরম।
আজ দেখি সেই শান্ত ছেলের চোখে
জ্বলে উঠেছে আগুন,
রোদ ঝলসানো বিবেকের তাড়ায়
দেখছে সবই নতুন।
মাকে বলে সে কলমের কালি আর
পরবে না কাগজে,
যতক্ষণ না রক্তে লিখেছি স্বাধীন
বাংলার মাটিতে ..
বিদায় দাওগো মা যাচ্ছি আমি চলে
যুদ্ধ জয় করে আবার
ফিরব তোমার কোলে,
কেঁদো না, কেঁদো না মা
একা নই আমি,
লক্ষ সাথী সঙ্গে আমার
করবো স্বাধীন মাতৃভূমি।
ডানপিটে ছেলে দুষ্টু সে যে বড়
অদ্ভুত প্রকৃতির,
গিটার হাতে জোছনায় কি যে খোঁজে
মন শুধু অস্থির।
পাগলাটে সেই ছেলেটির হাতে আর
নেই আজ গিটার,
জোছনা আজ রক্তে রাঙানো
চোখ জুড়ে আঁধার।
মা কে গিয়ে বলে মাফ করে দিস আমায়
জ্বালিয়েছি প্রচুর,
নষ্ট ছেলেটি রণাঙ্গনে গিয়ে
গাবে বিজয়ের সুর ..
বিদায় দাওগো মা যাচ্ছি আমি চলে
যুদ্ধ জয় করে আবার
ফিরবো তোমার কোলে,
কেঁদো না, কেঁদো না মা
একা নই আমি,
লক্ষ সাথী সঙ্গে আমার
করবো স্বাধীন মাতৃভূমি।
ওগো মা, ভেব না, যাচ্ছি যুদ্ধ জয় করতে
আসব, ফিরে, বিজয় পতাকা হাতে,
ওগো মা, ভেব না, যাচ্ছি যুদ্ধ জয় করতে
আসবো বিজয় নিয়ে।
বিদায়ের গান লিরিক্স – ক্রিপটিক ফেইট ব্যান্ড :
Bongsher mukh ujjol kora chele
Porashonay chorom
Thanda mejaje chupchap sovaber
Matha korena gorom
Aaj dekhi sei shanto cheler chokhe
Jwole utheche aagun
Rod jholshano bibeker taray
Dekhche sobi notun
Maa ke bole se kolomer kali aar
Porbe na kagoje
Jotokkhon na rokte likhche swadhin
Banglar matite
Biday daogo maa jacchi ami chole
Juddho joy kore abar
Firbo tomar kole
Kedo na kedo na maa
Eka noi aami
Lokkho sathi songge amar
Korbo swadhin matribhumi
Danpite chele dustu se je boro
Adbhut prakritir
Guitar haate jochonay ki je khoje
Mon shudhu asthir
Paglate sei cheletir haate aar
Nei aaj guitar
Jochona aaj rokte rangano
Chokh jure andhar
Maa ke giye bole maf kore dis amay
Jwaliyechi prochur
Nosto cheleti ronangone giye
Gaabe bijoyer sur
In The Voice Of Cryptic Fate Band With Bassbaba Sumon Bidayer Gaan Song Information In Bengali Font : ক্রিপটিক ফেইট ব্যান্ড এর নয় মাস অ্যালবাম এর তৃতীয় গান বিদায়ের গান গানটি গেয়েছেন ক্রিপটিক ফেইট ব্যান্ড ফিচারিং বেসবাবা সুমন। বিদায়ের গান গানের লিরিক্স লিখেছেন শাকিব চৌধুরী।
[ad_2]