[ad_1]
Thakbo Bohudure Lyrics by Rishi Panda :
Thakbo Bohudure Lyrics Bengali Song Is Sung by Rishi Panda. Music Composed by Rishi Panda And Thakbo Bohudure Lyrics In Bengali Written by Dipangshu Acharya. Video Directed by Subhadip Mondal.
Song : Thakbo Bohudure
Vocal : Rishi Panda
Lyricist : Dipangshu Acharya
Music : Rishi Panda
Video : Subhadip Mondal
Edit & Color : Rishi Panda
Drone : Souvik Bera
Thakbo Bohudure Song Video :
Thakbo Bohudure Song Lyrics In Bengali :
আমি ঝড়ের মতো অবুঝ
আর ঘরের মতো কুঁড়ে,
বাসবো তোমায় ভালো কিন্তু থাকবো বহুদূরে
শীতকাতুরে, গান বানাবো, মনখারাপের সুরে,
মন খারাপের সুরে,
বাসবো ভালো, কিন্তু আমি থাকবো বহুদূরে
থাকবো বহুদূরে।
সকাল যেন রোদের রুমাল দুঃখ দিয়ে বোনা
বলছি শোনো আর কখনও তোমাকে ডাকবো না,
সকাল সেতো রোদের রুমাল দুঃখ দিয়ে বোনা
আর কখনও, আর কখনও তোমাকে ডাকবো না।
আমি অল্প কথার গল্পগুলো দিচ্ছি ভেঙেচুরে
বাসবো তোমায় দারুণ ভালো থাকবো বহুদূরে,
কাঁটার সেতু পেরিয়ে যাবো চিঠির মতো উড়ে
চিঠির মতো উড়ে,
বাসবো ভালো কিন্তু আমি থাকব বহুদূরে,
থাকব বহুদূরে।
আমার অনেক খামতি ছিল, তোমার অনেক ভুল
দমকা হাওয়ায় নাস্তানাবুদ সস্তার মাস্তুল,
ভিজে ঘাসের মাদুর পেতে নিজের কাছাকাছি
আমরা সবাই একলা থাকার নেশায় ডুবে আছি।
তুমি জলের মতো সোজা আর ভোরের মতো আলো
থাকবো বহুদূরে কিন্তু বাসবো তোমায় ভালো।
চোখের তারায় ঘুমের পাড়ায়
আকাশপ্রদীপ জ্বালো, আকাশপ্রদীপ জ্বালো
থাকবো দূরে কিন্তু তোমায়
বাসবো ভীষণ ভালো, বাসবো ভীষণ ভালো।
আমি ঝড়ের মতো অবুঝ
আর ঘরের মতো কুঁড়ে,
বাসবো ভীষণ ভালো তবু থাকবো বহুদূরে
বাসব ভালো কিন্তু আমি থাকবো বহুদূরে,
থাকবো বহুদূরে।
থাকবো বহুদূরে লিরিক্স – ঋষি পন্ডা :
Ami jhorer moto obujh
Aar ghorer moto kure
basbo tomay valo kintu thakbo bohudure
Shitkature gaan banabo monkharaper sure
basbo bhalo kintu ami thakbo bohudure
Sokal jeno roder rumal dukkho diye bona
Aar kokhono aar kokhono tomake dakbo na
Ami olpo kothar golpo gulo dicchi venge chure
Basbo tomay darun valo thakbo bohudure
Kantar setu periye jabo chithir moto ure
Basbo valo kintu ami thakbo bohudure
Amar onek khamti chilo tomar onek bhul
Domka haway nastanabud sostar mastul
Vije ghaser madur pete nijer kachakachi
Amra sobai ekla thakar neshay dube achi
Tumi joler moto soja aar bhorer moto aalo
Thakbo bohudure kintu bashbo tomay bhalo
Chokher taray ghumer paray
Akashpradeep jwalo
Thakbo dure kintu tomay basbo vison valo
Ami jhorer moto obujh aar ghorer moto kure
Basbo vison valo kintu ami thakbo bohudure
In The Voice Of Rishi Panda Thakbo Bohudure Song Information In Bengali Font : থাকবো বহুদূরে গানটি গেয়েছেন এবং গানের সুর দিয়েছেন ঋষি পন্ডা। বাসবো ভালো কিন্তু আমি থাকবো বহুদূরে গানের লিরিক্স লিখেছেন দীপাংশু আচার্য।
[ad_2]