[ad_1]
Keu Janbe Na Lyrics by Arijit Singh
Keu Janbe Na Lyrics bengali song is sung by Arijit Singh from Ajogyo Bengali Movie. Starring Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumder and many more. Song written by Kaushik Ganguly and music composed by Indraadip Dasgupta. Song mixing and mastering by Subhadeep Pan. Ajogyo bengali film directed by Kaushik Ganguly.
Keu Janbe Na Song Details :
Song : Keu Janbe Na
Film : Ajogyo
Singer : Arijit Singh
Lyricist : Kaushik Ganguly
Music : Indraadip Dasgupta
Music producer : ZIA
Story, Screenplay and Direction : Kaushik Ganguly
Label : Surinder Films Pvt. Ltd
Keu Janbe Na Lyrics by Arijit Singh :
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।
কেউ জানবে না, কেউ জানবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
মড়াম গলি পিছনে চলি
যাওয়া সার তুই তো আর ফিরবি না,
জমাট কুয়াশা, সরে যাওয়া দুরাশা
হারানো ঝিনুক তুলি। [২]
জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না,
জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না।
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুড়ি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
“Keu Janbe Na” Video
Keu Janbe Na Lyrics In English :
Keu-janbe na keu bujhbe na
Ochena nodi duto mishe mohonay
O dheu periye jaay hariye
Buker jomano dotanay
Balir ghor lukiye por
Khuje aar keu pabe na
Sonajhuri chander buri
Sobi mitthey erom bole na
Mayur palok chotto nalok
Duyo raja ke tui bhulbi na
Moran goli pichone choli
jaowa saar tui toh aar firbi na
jomat kuasha sore jaowa durasha
harano jhinuk tuli
Janina re bujhina je
Eto dheuye dhuye geli na
Keu janbena keu bujhbena
Ochena nadi duto mishe mohonay
Dheu periye jay hariye
Buker jomano dotanay
কৌশিক গাঙ্গুলী পরিচালিত এবং প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার ও লিলি চক্রবর্তী অভিনীত অযোগ্য বাংলা সিনেমার গান “কেউ জানবে না” গানটি গেয়েছেন অরিজিৎ সিং।গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং কেউ জানবে না গানের লিরিক্স লিখেছেন কৌশিক গাঙ্গুলী।
FAQs for Keu Janbe Na
[ad_2]