[ad_1]
Mahakal Nache Re Lyrics bengali song is sung by Snigdhajit Bhowmik. This bengali Shiva song composed and arranged by Aviman Paul. Starring Liyaan and Iva Creation Team. Mixing and mastering by Rupak Tiary. Mahakal Nache Re Lyrics in bengali written by Aviman Paul.
Mahakal Nache Re Song Information :
Song : Mahakal Nache Re
Singer : Snigdhajit Bhowmik
Lyricist : Aviman Paul
Mix and Master : Rupak Tiary
Direction : Avi Bandyopadhyay
Cinematographer : Aniket Das
Choreoghrapher : Debasish Bal
Production : Pixthetics Studio LLP
Label : Pronam Bangla
Mahakal Nache Re Song Video :
Mahakal Nache Re Lyrics In Bengali :
অখন্ডমন্ডলাকারে
সৃষ্টি স্থিতি বিনাশ জুড়ে,
অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে
ওই মহাকাল নাচে রে।
আদি শক্তির ঘূর্ণিপাকে
সময় স্থিতির আদিম বাঁকে,
শুদ্ধ কণার সৃষ্টি লগ্নে
ওই মহাকাল নাচে রে।
বম্ বম্ অনাহত নাদে
ডম্ ডম্ ডম্বরুর তালে,
ব্যাপ্ত চতুর্দশ লোকে
ওই মহাকাল নাচে রে।
আদি কম্পন আদি তরঙ্গ
আদিম রসে আদিম রঙ্গ,
প্রলয়ঙ্কারী নট-বিভঙ্গে
ওই মহাকাল নাচে রে।
জটাটবীগলজ্জলপ্রবাহপাবিতস্থলে
গলেবলংব্য লংবিতাং ভুজংগতুংগমালিকাম্,
ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর্বযং
চকার চংডতাংডবং তনোতু নঃ শিবঃ শিবম্।
রুদ্র মূর্তি দুলিছে গলে
ভুজঙ্গেরও মালিকা,
বক্ষ পরে চরণ ধরে
উগ্র চন্ডী কালিকা।
মৃত্যু জরা বিকার ব্যাধি
সকল ধ্বংস নিয়ন্তা,
ত্রিগুণাতীত ত্রিদোষহারী
কামাদি ষড়রিপুহন্তা।
দৃশ্য শ্রব্য ঘ্রাণ ও স্পর্শে
না কোনও বিষাদ না কোনও হর্ষে,
নিরাকার শিব নির্বিকল্প
ওই মহাকাল নাচে রে।
একমেব অদ্বিতীয়
দশ দিক আর দশেন্দ্রিয়,
ধর্ম্ম অর্থ মোক্ষ কামে
ওই মহাকাল নাচে রে।
আদি যোগী পুরুষাকারে
বুদ্ধি মানস অহংকারে,
চিত্তাকাশে শূন্য তত্ত্বে
ওই মহাকাল নাচে রে।
পঞ্চ আত্মা পঞ্চ কোষে
পঞ্চ-বায়ু পঞ্চ রসে,
পঞ্চ ভূতের স্বরূপ ধরে
ওই মহাকাল নাচে রে।
Mahakal Nache Re Lyrics In English :
Akhandamandalakare
Srishti sthiti binash jure
Ananta brahmanda majhe
Oi mahakal nache re
Adi shaktir ghurni pake
Shomoy sthitir adim banke
Shuddho konar srishti logne
Oi mahakal nache re
Bam bam anahoto nade
Dam dam dambaru taale
Byapta chaturdasha loke
Oi mahakal nache re
Adi kampan adi taranga
Adim rose adim ronge
Pralayankari nata bibhonge
Oi mahakal nache re
Jatatavigalajjala
pravahapavitasthale
Galeavalambya lambitam
bhujangatungamalikam
Damad damad damaddama
ninadavadamarvayam
Chakara chandtandavam
tanotu nah shivah shivam
Rudra murti duliche gale
Bhujonger o malika
Bokkho pore choron dhore
Ugro chandi kalika
Mrityu jora bikar byadhi
Sokol dhongsho niyanta
Trigunatit tridoshahari
Kamadi shararipuhonta
FAQs for Mahakal Nache Re
[ad_2]