[ad_1]
Premomoy Lyrics bengali song is sung by Abanti Sithi and Rehaan Rasul from Mon Bojhe Na bangla natok. Starring Tawsif Mahabub and Tanjim Saiara Totini. Mon Bojhe Na bengali drama directed by Hasib Hossain Rakhi and produced by Zulkar Nyene Bhuyan. Music composed by Sajid Sarker. Premomoy song lyrics written by Shomeshwar Oli.
Premomoy Song Details :
Song : Premomoy
Drama : Mon Bojhe Na
Singer : Abanti Sithi and Rehaan Rasul
Lyricist : Shomeshwar Oli
Tune and Music : Sajid Sarker
Direction : Hasib Hossain Rakhi
Cinematography : Raju Raj
Edit and Color : Akash Sarkar
Label : Peacock Entertainment
Premomoy Lyrics In Bengali :
এই চোখটা পড়ে দেখো
প্রেমময় তার ভাষা,
এই মনটার সঙ্গে থাকো
খুঁজে নাও ভালোবাসা।
তুমি এই হৃদয় জুড়ে
জোছনা-মেঘ-রোদ্দুরে,
তুমি স্বপ্ন তুমি আলো-আশা।
এই চোখটা পড়ে দেখো
প্রেমময় তার ভাষা,
এই মনটার সঙ্গে থাকো
খুঁজে নাও ভালোবাসা।
কত চিঠি লিখে রোজ
আমি হয়ে যাই নিখোঁজ,
তোমার সঙ্গে এই যোগাযোগ
জলেরই মতো সহজ। [২]
ভালোলাগে ভালোবাসি
ছুঁয়ে ছুঁয়ে যাওয়া-আসা।
এই চোখটা পড়ে দেখো
প্রেমময় তার ভাষা,
এই মনটার সঙ্গে থাকো
খুঁজে নাও ভালোবাসা।
তুমি মায়া নদী ফুল
আছো তুমি মনের দু’কূল,
তোমার পথে দিন কেটে যায়
অপেক্ষাতে হই ব্যাকুল। [২]
কাছে দূরে দিনে রাতে
প্রেমে ডুবে আবার ভাসা।
এই চোখটা পড়ে দেখ
প্রেমময় তার ভাষা,
এই মনটার সঙ্গে থাকো
খুঁজে নাও ভালবাসা।
তুমি এই হৃদয়জুড়ে
জোছনা-মেঘ-রোদ্দুরে,
তুমি স্বপ্ন তুমি আলো-আশা।
এই চোখটা পড়ে দেখ
প্রেমময় তার ভাষা,
এই মনটার সঙ্গে থাকো
খুঁজে নাও ভালবাসা।
“Premomoy” Video
Premomoy Lyrics In English :
Ei chokhta pore dekho
Premomoy tar bhasa
Ei montar songge thako
Khuje nao valobasha
Tumi ei hridoy jure
Jochona megh roddure
Tumi shopno tumi aalo asha
Koto chithi likhe rooj
Ami hoye jai nikhoj
Tomar songge ei jogajog
Joleri moto sohoj
Valolaage valobashi
Chuye chuye jaowa asha
Tumi maya nodi phul
Acho tumi moner dukul
TOmar pothe din kete jaay
Opekkhate hoi byakul
Kache dure dine raate
Preme dube abar bhasa
Ei chokhta pore dekho
Premmoy tar bhasa
তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত মন বোঝে না বাংলা নাটকের গান প্রেমময় গানটি গেয়েছেন অবন্তী সিঁথি ও রেহান রাসুল। গানটির সুরকার হলেন সাজিদ সরকার ও প্রেমময় গানের লিরিক্স লিখেছেন সোমেশ্বর অলি।
FAQs for Premomoy
[ad_2]