Sei Cheleta Lyrics bengali song is sung by Nachiketa Chakraborty from Nilanjana 2.0 bengali album. Starring Riya Barik and Tanoy Kar. Sound Mixing and Mastering by Debdeep Banik. Music Design by Niladri Banerjee. Sei Cheleta Lyrics in bengali written by and composed by Nachiketa Chakraborty. This bengali video song directed by Nilargha Banerjee and Assist by Subarna Dasgupta.
Sei Cheleta Song Information :
Song Name : Sei Cheleta
Album : Nilanjana 2.0
Singer : Nachiketa Chakraborty
Composer and Lyricist : Nachiketa Chakraborty
Recorded at : Fusion Pro
Directed By: Nilargha Banerjee
Music On : T-Series
Sei Cheleta Lyrics In Bengali :
সেই ছেলেটা দাঁড়িয়ে এখনো পথে
সবুজ স্মৃতি এখনো মনের রথে,
সেই ছেলেটা দাঁড়িয়ে এখনো পথে
সবুজ স্মৃতি এখনও মনের রথে।
আজ বয়সের গতি একই নীরবধি
তবু সে ছবি ভাসে দুচোখে,
সেই ছেলেটা দাঁড়িয়ে এখনো পথে
সবুজ স্মৃতি এখনো মনের রথে।
সেই মেয়েটা দাঁড়িয়ে এখনো স্টপে
স্কুল বাস না অন্য কারো অপেক্ষাতে,
সেই মেয়েটা দাঁড়িয়ে এখনো স্টপে
স্কুল বাস না অন্য কারো অপেক্ষাতে।
তার সেই ফিতে লাল, হাওয়া দেবে সামাল
দেখতে চাইলেই পাই অবকাশে,
সেই মেয়েটা দাঁড়িয়ে এখনো পথে
স্কুল বাস না অন্য কারো অপেক্ষাতে।
সেই ছেলেটা মেয়েটা দাঁড়িয়ে পথে
সবুজ স্মৃতি এখনও মনের রথে,
সেই ছেলেটা বা মেয়েটা দাঁড়িয়ে পথে
সবুজ স্মৃতি এখনো মনের রথে,
আজ বয়সের গতি একই নীরবধি
তবু সে স্মৃতি ভাসে দু চোখে,
সেই লা লা, লা লা..
Sei Cheleta Song Video :
Sei Cheleta Lyrics In English :
Sei-cheleta dariye ekhono pothe
Sobuj smriti ekhono moner rothe
Aaj boyoser goti eki nirobodhi
Tobu se chobi bhase duchokhe
Sei meyeta dariye ekhono stop e
School bus na onno karo opekkhate
Taar sei fite laal hawa debe samal
Dekhte chailei pai obokashe
Sei cheleta meyeta dariye pothe
Sobuj smriti ekhono moner rothe
Sei cheleta ba meyeta dariye pothe
Aaj boyoser goti eki nirobodhi
Tobu se smriti bhase duchokhe
সেই ছেলেটা গানের লিরিক্স লিখেছেন এবং গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। নীলাঞ্জনা ২.০ বাংলা অ্যালবাম এর এই গানটির সুর দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।