Tobe Thak Lyrics bengali song is sung by Arnob and Sunidhi Nayak. Tune and music composed by Shayan Chowdhury Arnob. Song Lyrics in bengali written by Manjurul Shibly.
Tobe Thak Song Information :
Song Name : Tobe Thak
Vocal : Arnob and Sunidhi Nayak
Lyricist : Manjurul Shibly
Music : Shayan Chowdhury Arnob
Label : Gaanchill Music
Tobe Thak Lyrics In Bengali :
এই আকাশের রঙ বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরা পাতা অলেখায় অবেলায়,
আজ প্রণয়ের ফাঁদে গড়া নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নিচে অভিমান পাহাড় চূড়া।
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক,
রোদমাখা আবেগে সুতোটা বাঁধা থাক।
এই জাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম-চিঠি নতুন এক ভোরে,
এই জাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম-চিঠি নতুন এক ভোরে।
সব অভিমান সব ধুয়ে যাক এই অবেলায়
তবু আধো আলোতে জড়ায়, আজ কে জড়ায়?
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক,
রোদমাখা আবেগে সুতোটা বাঁধা থাক।
এই ভোরের আলোতে
পিছুটান সব সরাতে,
হৃদয়ের উষ্ণতা জমা থাক
পুরোনো নীল খামে।
কত আবেগের রঙ ঝরে যায় এই অধরায়
তবু আধো আলোতে জড়ায়, আজ কে জড়ায়?
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক,
রোদমাখা আবেগে সুতোটা বাঁধা থাক
রোদমাখা আবেগে সুতোটা বাঁধা থাক।
Tobe Thak Song Video :
Tobe Thak Lyrics In English :
Ei akasher rong batase choray
Ei bataser jhora pata olekhay obelay
Aaj pronoyer fande gora neel krishnochura
Veja pronoyer niche obhiman pahar chura
Tobe thak tobe thak
Lekha thak lekha thak
Rodmakha abege sutota bandha thak
Ei jadur subas jodi haway doley
Pronoyer prem chithi notun ek bhore
Sob obhiman sob dhuye jak ei obelay
Tobu aadho aalote joray
Aaj ke joray
Ei bhorer aalote
Pichutaan sob sorate
Hridoyer ushnota joma thak
Purono neel khame
Koto abeger rong jhore jaay ei odhoray
Tobu adho aalote joray
Aaj ke joray
তবে থাক গানের লিরিক্স লিখেছেন মান্জুরুল শিবলী এবং গানটি গেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।