Bosonto Bohilo Shokhi Bengali Lyrics and Mp3 song download 2022 (বসন্ত বহিল সখী) – Ankita Bhattacharya – Atishay Jain – Flok Song – GanLyrics.in
রাধাকৃষ্ণর প্রেমের সবচেয়ে রোমাঞ্চকর দিন হল দোলযাত্রা। দোলপূর্ণিমায় শ্রীকৃষ্ণ তাঁর সখীদের নিয়ে মেতে উঠতেন লীলাখেলায়। কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাওয়ার পরে সেই দোলযাত্রাই শ্রীরাধিকার কাছে হয়ে উঠেছে চরম বিষাদময় দিন। তিনি স্মৃতিচারণ করছেন দোলপূর্ণিমায় শ্রীকৃষ্ণর সঙ্গে কাটানো তাঁর অন্তরঙ্গ মুহূর্তগুলোর কথা। বহুল প্রচলিত এই ঝুমুর গানে শ্রীরাধিকার সেই বেদনার কথাই ফুটে উঠেছে। শুনুন এই গান পৌষালির কণ্ঠে।
Bosonto Bohilo Shokhi Details :
Bosonto Bohilo Shokhi mp3 song free download free
Bosonto Bohilo Shokhi Song Lyrics in Bengali
Bosonto Bohilo Shokhi
Kokila Dakilo Re
Emon Somoy Priyo Shokha
Bideshe Rohilo Re
Bosonto Bohilo Shokhi
Kokila Dakilo Re
Emon Somoy Priyo Shokha
Bideshe Rohilo Re
Bashero Banshi Shokhi
Shorol Kather Banshi Hy
Bina Phuke Banshi Baje
Bole Radha Radha Re
Bosonto Bohilo Shokhi
Kokila Dakilo Re
Emon Somoy Priyo Shokha
Bideshe Rohilo Re
Bhador Manshe Kashi Phote
Aar Jhinga Phool Re
Aailo Re Koroma Porab
Kaar Songhe Nachibo Re
Kaar Songhe Nachibo Shokhi
Sari Shakha Nai Re
Aailo Re Koroma Porob
Kaar Songhe Nachibo Re
Bosonto Bohilo Shokhi
Kokila Dakilo Re
Emon Somoy Priyo Shokha
Bideshe Rohilo Re
Bosonto Bohilo Shokhi mp3 song free download free
Bosonto Bohilo Shokhi Song Lyrics in Bengali
বসন্ত বহিলো সখী
কোকিলা ডাকিলো রে।।
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিলো রে।।
বসন্ত বহিলো সখী
কোকিলা ডাকিলো রে।।
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিলো রে।।
বাঁশের বাঁশুরী সখী
সরল কাঠের বাঁশি হে।।
বিনা ফুকে বাঁশি বাজে
বলে রাধা রাধা রে ।।
বসন্ত বহিলো সখী
কোকিলা ডাকিলো রে ।।
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিলো রে।।
ভাদর মাসে কাশি ফোটে
আর ঝিঙা ফুল রে ।।
আইলো করমা পরব
কার সঙ্গে নাচিব রে ।।
কার সঙ্গে নাচিব সখী
শাড়ি শাখা নাই রে।।
আইলো করমা পরব
কার সঙ্গে নাচিব রে ।।
বসন্ত বহিলো সখী
কোকিলা ডাকিলো রে ।।
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিলো রে।।