[ad_1]
chMon Kharaper Gaan Lyrics by Rupankar Bagchi :
Mon Kharaper Gaan Lyrics Bengali Song is Sung by Rupankar Bagchi from Oti Uttam Bengali Movie. Music Composed by Saptak Sanai Das And Mon Kharaper Gaan Lyrics In Bengali Written by Dhrubojyoti Chakraborty. Oti Uttam Bengali Film Directed by Srijit Mukherji. Starring Anindya Sengupta, Gaurav Chatterjee, Roshni Bhattacharya, Laboni Sarkar, Jeena Tarafder, Shubhashish Mukherjee, Sonia Gupta and Others.
Song : Mon Kharaper Gaan
Film : Oti Uttam
Vocal : Rupankar Bagchi
Composer : Saptak Sanai Das
Lyricist : Dhrubojyoti Chakraborty
Mixing and Mastering : Anindit Roy
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Halder
Presented by : Rupa Datta
Produced by : Camellia Productions Pvt.Ltd
Mon Kharaper Gaan Song Video :
Mon Kharaper Gaan Song Lyrics In Bengali :
কিছু বালিশ ভিজে নিজে নিজে
কিছু-নালিশ ছিল বাকি,
কিছু সালিশ যদি হতো কি যে হতো
এই ভেবে চেপে রাখি,
কিছু পুরোনো মন, অভিমানী উঠোন
আর কুড়োনো খড়-কুটো আন,
কিছু ইচ্ছেরা, ফিরে যাচ্ছে যা
থাক মন খারাপের গান।
হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল
নদীতে ঝাঁপ,
হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল
নদীতে ঝাঁপ দিলো অকারণে,
জল অথৈ, আমি রাখবো কৈ
কিসে মাপবো সই তোর চোখের টান।
খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও
খুলে বলো,
খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও
খুলে বলো,
রাখা আদরে নাম, ঢাকা চাদরে ঘাম আর
মন খারাপের গান।
আবার ফিরে আসে যদি
শ্বেতপাথরে আঁকা ছবি,
আবার ফিরে আসে যদি
শ্বেতপাথরে আঁকা ছবি,
জানি হয়তো কেউ
ঘুরে আসবে ঢেউ,
ফিরে যমুনা তীরে একা এ শাহাজান।
রোদের কাছে কেউ রেখে গেছে
ওদের অ্যালবাম,
রোদের কাছে কেউ রেখে গেছে
ওদের অ্যালবাম,
ঘুরে যাচ্ছে বাঁক, কুরে খাচ্ছে খাক
এই মন খারাপের গান।
মন খারাপের গান লিরিক্স – রূপঙ্কর বাগচী :
Kichu balish vije nije nije
Kichchu nalish chilo baki
Kichu salish jodi hoto ki je hoto
Ei vebe chepe rakhi
Kichu purono mon obhimani uthon
Aar kurono khor-kuto aan
Kichu icchera phire jacche jaa
Thak mon kharaper gaan
Haater chaap chilo mithey prolap chilo
Nodite jhaap dilo okarone
Jol othoi ami rakhbo koi
Kise mapbo soi tor chokher taan
Khachao hobe tolomolo tumi ja chao
Khule bolo
Rakha adore naam dhaka chadore ghaam
Aar mon kharaper gaan
Abar phire asho jodi
Swetpathore anka chobi
Jani hoyto keu Ghure ashbe dheu
Phire jamuna teere eka e sahjahan
Roder kache keu rekhe geche
Oder album
Ghure jacche jaak kure khacche khak
Ei mon kharaper gan
In The Voice Of Rupankar Bagchi Mon Kharaper Gaan Song Information In Bengali Font : সৃজিত মুখার্জী পরিচালিত অতি উত্তম বাংলা সিনেমার গান মন খারাপের গান গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। গানটির সুর দিয়েছেন সপ্তক সানাই দাস। মন খারাপের গান গানের লিরিক্স লিখেছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী।
[ad_2]