Olpo Ektu Jiboner Gaan Lyrics bengali song is sung by Tasnova Tabassum Atoshi. Starring Mousumi Hamid. Amar alpo ektu jibon baki song music arranged by Autumnal Moon. Piano played by Kousik Ahmed Antar. Produced by Md. Al Hasib Khan and Co-Producer is Mezbah Uddin Mollah. Olpo Ektu Jiboner Gaan Lyrics in bengali written by Udoyon Rajib. This video song directed by Tasnova Tabassum Atoshi and director of photography by Rahul Ray.
Olpo Ektu Jiboner Gaan Song Information :
Song Name : Olpo Ektu Jiboner Gaan
Vocals : Tasnova Tabassum (Atoshi)
Composer and Lyricist : Udoyon Rajib
Music Arrangement : Autumnal Moon
Director : Tasnova Tabassum Atoshi
DOP : Rahul Ray
Editor : Khalid Saiful Haque
AD : Zahid
Olpo Ektu Jiboner Gaan Lyrics In Bengali :
আমার অল্প একটু জীবন বাকি
আমার অল্প একটু জীবন বাকি
ছোট্ট একটা স্বপ্ন দিও,
স্বল্প বাকি নয়ন আলোয়
ঝাপসা ঘুমে দেখা দিও,
অল্প একটু জীবন বাকি।
বাকি কয়েক ফোঁটা চোখের পানি
বাকি কয়েক ফোঁটা চোখের পানি,
খানিকটা মুছে দিও,
অল্প একটু জীবন বাকি।
ছড়ার বনলতার মত
অল্প একটু শান্তি দিও,
বর্ষা সবুজ পাতার মত
খুব সীমিত ধুয়ে দিও,
ছড়ার বনলতার মত।
দিও রাতের অল্প অল্প কালো
দিও রাতের অল্প অল্প কালো,
বিন্দু তারার জ্যোৎস্না মাখি
অল্প একটু জীবন বাকি।
মধুবতী ফুলের মত
মাতাল হবার সুবাস দিও,
দূরের মেঘমালার মত
ঝরে পড়ার আভাস দিও,
মধুবতী ফুলের মত।
আমায় দিও কুসুম অন্তরের তাপ
আমায় দিও কুসুম অন্তরের তাপ,
শিরায় শিরায় ঢেকে রাখি
অল্প একটু জীবন বাকি।
আমার অল্প একটু জীবন বাকি
ছোট্ট একটা স্বপ্ন দিও,
স্বল্প বাকি নয়ন আলোয়
ঝাপসা ঘুমে দেখা দিও,
অল্প একটু জীবন বাকি।
Olpo Ektu Jiboner Gaan Song Video :
Olpo Ektu Jiboner Gaan Lyrics In English :
Amar olpo ektu jibon baki
Chotto ekta shopno diyo
Swalpo baki noyon aaloy
Jhapsha ghume dekha diyo
Baki koyek fota chokher pani
Khanikta muche diyo
Alpo ektu jibon baki
Chorar bonolotar moto
Olpo ektu shanti diyo
Borsha sobuj patar moto
Khub simit dhuye diyo
Diyo raater alpo alpo kalo
bindu tarar joshna makhi
Olpo ektu jiban baki
Modhuboti phuler moto
Matal hobar subas diyo
Durer meghomalar moto
Jhore porar abhash diyo
Amay diyo kushum ontorer taap
Shiray shiray dheke rakhi
Amar alpo ektu jibon baki
অল্প একটু জীবনের গান গানের লিরিক্স লিখেছেন উদয়ন রাজীব এবং গানটি গেয়েছেন তাসনোভা তাবাসসুম অতসী। আমার অল্প একটু জীবন বাকি গানটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। গানটি এরেঞ্জমেন্ট করেছেন অটোমনাল মুন।