Baiya Jao Majhi Lyrics bengali song is sung by Anupam Roy and Prashmita Paul from Pataligunjer Putul Khela bengali movie. Starring Ditipriya Roy, Soham Majumdar, Paran Bandyopadhyay, Tanima Sen, Dipankar Dey, Rajatava Dutta and many more. Music composed by and programming by Subhadeep Guha. Mixing and mastering by Priyam Aich. Baiya Jao Majhi Lyrics in bengali written by Subhadeep Guha. Pataligunjer Putul Khela bengali film directed by Subhankar Chattopadhyay.
Baiya Jao Majhi Song Information :
Song Name : Baiya Jao Majhi
Film : Pataligunjer Putul Khela
Singer : Anupam Roy and Prashmita Paul
Composer and Lyricist : Subhadeep Guha
Guitars : Someshwar Bittu Bhattacharya
Recorded at : 7 Notes Studio
Direction : Subhankar Chattopadhyay
Label : Jalan Productions
Baiya Jao Majhi Lyrics In Bengali :
চাঁদ ভাসা রাত তোমাকেই দেখে যায়
আশা ছড়াচ্ছে জোনাকির দুডানায়,
আনকোরা হাতে খুলছি কপাট
তোমার ভরসায়।
ফিরে ফিরে আসি, মেঠো পথে পাড়ি
রূপকথা দিয়ে মোড়া তোমার বাড়ি,
ছায়া ঘিরে আসা,
মায়া ভরা জোছনা তলায়।
এভাবেই ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি,
এভাবেই-ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি,
ইচ্ছেরাদের স্বপ্ন কে পাহারা ..
চালচুলো-হীন এই মন
তোমার আঙুলে যখন,
চালচুলো-হীন এই মন
তোমার আঙুলে যখন,
নিবিড় হয়ে আসা আবেগের ইশারা।
ঝাঁপ দি জলে, গভীর অতলে
ঝাঁপ দি জলে, গভীর অতলে
সুতোয় বাঁধা তুমি আমি তার ইশারায় ..
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়।
তোমাকে দেখেছি যখন
তারাভরা আকাশ তখন,
তোমাকে দেখেছি যখন
তারাভরা আকাশ তখন,
ঘুম-ভাঙা ভোরে তোমার কড়া নাড়া।
এভাবেই যখন তখন
মনে পড়ে যাচ্ছ এমন,
এভাবেই যখন তখন
মনে পড়ে যাচ্ছ এমন,
পুতুল সুতোর টানে দুলে দুলে দিশাহারা।
বাইয়া যাও মাঝি
ঢেউ ওঠে যদি,
বাইয়া যাও মাঝি
ঢেউ ওঠে যদি,
সুতোয় বাঁধা তুমি আমি তার ইশারায় ..
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়,
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়।
ডুব দি জলে, গভীর অতলে
ঝাঁপ দি জলে, গভীর অতলে,
ডুব দি জলে, গভীর অতলে।
Baiya Jao Majhi Song Video :
Baiya Jao Majhi Lyrics In English :
Chand vasa raat tomakei dekhe jaay
Asha choraache jonakir du-danay
Ankora haate khulchi kopat
Tomar bhorshay
Phire phire ashi metho pothe pari
Rupkotha diye mora tomar bari
Chaya ghire asha maya bhora jochna tolay
Evabei ghurir taan othey jodi
Evabei tumi suto dhore thako jodi
Ichherader shopno ke pahara
Chalchulo heen ei mon
Tomar angule jokhon
Nibir hoye asha abeger ishara
Jhaap di jole gobhir otole
Sutoy bandha tumi ami taar isharay
Amader golpo bandhbar eseche somoy
Tomake dekhechi jokhon
Tarabhora akash tokhon
Ghum vanga bhore tomar kora nara
Baiya jao majhi
Dheu othey jodi
Doob di jole gobhir otole
বাইয়া যাও মাঝি গানের লিরিক্স লিখেছেন শুভদীপ গুহ এবং গানটি গেয়েছেন অনুপম রায় এবং প্রশমিতা পাল। শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত পাটালিগঞ্জের পুতুল খেলা বাংলা সিনেমায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়, সোহম মজুমদার, তানিমা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে ও আরও অনেকে।